ফোল্ডার তৈরি করা
Last updated
Last updated
ডেস্কটপ বা ফোল্ডার এর খালি জায়গায় "মাউস রাইট ক্লিক"
"নিউ" (হভার)
"ফোল্ডার" (ক্লিক)
কিবোর্ড ব্যবহার করে নতুন "ফোল্ডার এর নাম লিখুন"
ফোল্ডার টির নাম/আইকন এর উপর "মাউস রাইট ক্লিক" (এতে পুরোনো নাম টি সিলেক্ট হবে)
কিবোর্ড ব্যবহার করে নতুন নাম লিখুন (প্রয়োজনে ব্যাকস্পেস/ডিলিট বাটন চেপে পুরোনো নামটি মুছে ফেলা যেতে পারে)
ফোল্ডার এর নামের উপর মাউস রাইট ক্লিক
কপি (ক্লিক) (এতে ফোল্ডারটি কপি হয়ে যাবে)
শর্টকাট কি: Ctrl+C (যে ফোল্ডারটি কপি করা হবে তা মাউস ক্লিক (লেফট ক্লিক) করে সিলেক্ট করা অবস্থায় থাকতে হবে)
যে ফোল্ডারে/ডেস্কটপে ফোল্ডারটি পেস্ট করতে চাই সেখানে খালি জায়গায় মাউস রাইট ক্লিক
পেস্ট (ক্লিক) (এতে ফোল্ডারটি পেস্ট হয়ে যাবে)
শর্টকাট কি: Ctrl+V (যে লোকেশনে ফোল্ডার পেস্ট করা হবে সেই লোকেশন এর ভিতরে এসে শর্টকাট কি প্রেস করতে হবে)
ফোল্ডার এর নামের উপর মাউস রাইট ক্লিক
কাট (ক্লিক) (এতে ফোল্ডারটি কাট হয়ে যাবে)
শর্টকাট কি: Ctrl+X (যে ফোল্ডারটি কাট করা হবে তা মাউস ক্লিক (লেফট ক্লিক) করে সিলেক্ট করা অবস্থায় থাকতে হবে)
কপি পেস্ট করলে মূল ফোল্ডারটি সোর্স ও ডেস্টিনেশন দুই লোকেশনেই থাকে
যেমন: পেন ড্রাইভে কপি করার ক্ষেত্রে
কাট পেস্ট করলে মূল ফোল্ডারটি সোর্স লোকেশন থেকে রিমুভ হয়ে শুধুমাত্র ডেস্টিনেশন লোকেশন এ চলে আসে
যেমন: কোন ফোল্ডার কাজ শেষ হয়ে গেলে তাকে ডেক্সটপ থেকে রিমুভ করে স্থায়ী ভাবে কোন একটি ড্রাইভে সংরক্ষণ করার ক্ষেত্রে
ফোল্ডার এর নামের উপর মাউস রাইট ক্লিক
ডিলিট (ক্লিক) (এতে ফোল্ডারটি ডিলিট হয়ে যাবে)
শর্টকাট কি: Ctrl+D (যে ফোল্ডারটি ডিলিট করা হবে তা মাউস ক্লিক (লেফট ক্লিক) করে সিলেক্ট করা অবস্থায় থাকতে হবে)