টেক্সট সিলেকশন ও রিমুভ
বিভিন্ন ভাবে টেক্সট সিলেকশন
মাউস ব্যবহার করে সিলেকশন
ওয়ার্ড ফাইলে শব্দের উপর
ডাবল ক্লিক করলে একটি শব্দ সিলেক্ট হবে
ত্রিপল ক্লিক করলে পুরো প্যারাগ্রাফ সিলেক্ট হবে
যেকোন শব্দের সামনে মাউস ক্লিক করে ড্র্যাগ করে যতটুকু প্রয়োজন সিলেক্ট করা যাবে
ওয়ার্ড ফাইলে সিলেকশন এরিয়া
সিঙ্গেল ক্লিক করলে একটি লাইন সিলেক্ট হবে
ডাবল ক্লিক করলে একটি প্যারাগ্রাফ সিলেক্ট হবে
ত্রিপল ক্লিক করলে পুরো ডকুমেন্ট সিলেক্ট হবে
অথবা শার্টকাট কি: Ctrl+A প্রেস করলে পুরো ডকুমেন্ট সিলেক্ট হবে
সিলেকশন এরিয়ার বাইরে মাউস ক্লিক করে ড্র্যাগ করে যতটুকু প্রয়োজন সিলেক্ট করা যাবে
কিবোর্ড ব্যবহার করে সিলেকশন
যেখানে সিলেক্ট করব তার শুরুতে কার্সার রাখি
একটি করে অক্ষর সিলেক্ট করতে
Shift চেপে ধরে Right Arrow প্রেস করে ডান পাশে একটি করে অক্ষর সিলেক্ট করি
Shift চেপে ধরে Left Arrow প্রেস করে বাম পাশে একটি করে অক্ষর সিলেক্ট করি
একটি করে শব্দ সিলেক্ট করতে
Ctrl+Shift চেপে ধরে Right Arrow প্রেস করে ডান পাশে একটি করে শব্দ সিলেক্ট করি
Ctrl+Shift চেপে ধরে Left Arrow প্রেস করে বাম পাশে একটি করে শব্দ সিলেক্ট করি
একটি করে লাইন সিলেক্ট করতে
Ctrl+Shift চেপে ধরে Up Arrow প্রেস করে উপরের দিকে একটি করে লাইন সিলেক্ট করি
Ctrl+Shift চেপে ধরে Down Arrow প্রেস করে নিচের দিকে একটি করে লাইন সিলেক্ট করি
অন্যান্য
লাইন এর শুরু/শেষ পর্যন্ত সিলেক্ট
লাইনের যেকোন যায়গায় কার্সার রেখে Shift+Home প্রেস করলে কার্সার যেখানে ছিল সেখান থেকে লাইন এর শুরু পর্যন্ত সিলেক্ট হবে
লাইনের যেকোন যায়গায় কার্সার রেখে Shift+End প্রেস করলে কার্সার যেখানে ছিল সেখান থেকে লাইন এর শেষ পর্যন্ত সিলেক্ট হবে
পেজ এর শুরু/শেষ পর্যন্ত সিলেক্ট
লাইনের যেকোন যায়গায় কার্সার রেখে Shift+PageUp প্রেস করলে কার্সার যেখানে ছিল সেখান থেকে ঐ পেজ এর শুরু পর্যন্ত সিলেক্ট হবে
লাইনের যেকোন যায়গায় কার্সার রেখে Shift+PageUp প্রেস করলে কার্সার যেখানে ছিল সেখান থেকে ঐ পেজ এর শেষ পর্যন্ত সিলেক্ট হবে
ডকুমেন্ট এর শুরু/শেষ পর্যন্ত সিলেক্ট
লাইনের যেকোন যায়গায় কার্সার রেখে Ctrl+Shift+Home প্রেস করলে কার্সার যেখানে ছিল সেখান থেকে ডকুমেন্ট এর শুরু পর্যন্ত সিলেক্ট হবে
লাইনের যেকোন যায়গায় কার্সার রেখে Ctrl+Shift+Home প্রেস করলে কার্সার যেখানে ছিল সেখান থেকে ডকুমেন্ট এর শেষ পর্যন্ত সিলেক্ট হবে
সিলেক্ট টুল ব্যবহার করে সিলেকশন
ওয়ার্ড ফাইলে একই ডিজাইন এর সকল লেখা সিলেক্ট করতে
প্রথমে যে ডিজাইন এর লেখা সিলেক্ট করতে চাই সে রকম যে কোন একটি লেখার মাঝে কার্সার রাখি
এডিটিং কমান্ড গ্রুপ থেকে সিলেক্ট ড্রপডাউনে ক্লিক করি
তারপর সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরমেটিং এ ক্লিক করি (এতে একই ডিজাইন এর সকল লেখা সিলেক্ট হবে)
টেক্সট রিমুভ করা
যেখানে লেখা রিমুভ করতে চাই তার শেষে কার্সার রাখি
কিবোর্ড থেকে Backspace প্রেস করে একটি করে অক্ষর রিমুভ করি
কিবোর্ড থেকে Ctrl+Backspace প্রেস করে একটি করে শব্দ রিমুভ করি
যেখানে লেখা রিমুভ করতে চাই তার শরুতে কার্সার রাখি
কিবোর্ড থেকে Delete প্রেস করে একটি করে অক্ষর রিমুভ করি
কিবোর্ড থেকে Ctrl+Delete প্রেস করে একটি করে শব্দ রিমুভ করি
যে লেখা রিমুভ করতে চাই তা সিলেক্ট করি
কিবোর্ড থেকে Backspace অথবা Delete প্রেস করে সিলেক্টেড লেখাটি রিমুভ করি
অথবা, শর্টকাট কি: Ctrl+X প্রেস করে সিলেক্টেড লেখাটি কাট করি
অথবা, মাউস রাইট ক্লিক করে সিলেক্টেড লেখাটি কাট করি
Last updated