কিবোর্ড এর ব্যবহার
Last updated
Last updated
Caps Lock: ইংরেজি আপারকেস এ টাইপ করা
Shift: Shift চেপে ইংরেজি আপারকেস এ টাইপ করা
Caps Lock চালু থাকলে Shift চেপে ইংরেজি লোয়ারকেস এ টাইপ করা
যে সব বাটনে দুইটি বর্ণ রয়েছে সেখানে উপরের বর্ণটি টাইপ করতে Shift চেপে বাটন টি প্রেস করতে হবে
Tab: ইনক্রিজ ইনডেন্ট, লিস্ট লেভেল ইনক্রিজ করা, টেবিলে পরবর্তী সেলে যাওয়া, টেবিলের শেষ সেলে থেকে Tab প্রেস করলে নতুন রো তৈরি হয়
Shift Tab: ডিকক্রিজ ইনডেন্ট, লিস্ট লেভেল ডিকক্রিজ করা, টেবিলে পূর্ববর্তী সেলে ফেরত যাওয়া
Esc (Escape): কোন কিছুর ভেতর (ডায়ালগ বববক্স) থেকে বের হওয়া।
Print Screen: স্ক্রিনশট নেওয়া
নেভিগেশন কি: Insert, Delete, Home, End, PageUp, PageDown
Insert: লেখা রিপ্লেস করতে
Delete: লেখা রিমুভ করতে
Home: লাইনের শুরুতে যাওয়া
Ctrl+Home: ডকুমেন্টের শুরুতে যাওয়া
End: লাইনের শেষে যাওয়া
Ctrl+End: ডকুমেন্টের শেষে যাওয়া
PageUp: এক স্ক্রিন পরিমান উপরে যাওয়া
Ctrl+PageUp: আগের পেজের শুরুতে যাওয়া
PageDown: এক স্ক্রিন পরিমান নিচে যাওয়া
Ctrl+PageDown: পরের পেজের শুরুতে যাওয়া
এ্যারো কি: Up Arrow, Down Arrow, Left Arrow, Right Arrow
Up Arrow: উপরে লাইনে যাওয়া
Down Arrow: নিচের লাইনে যাওয়া
Left Arrow: বামে যাওয়া (এক অক্ষর পরিমান)
Right Arrow: ডানে যাওয়া (এক অক্ষর পরিমান)