ওয়ার্ড ফাইল কপি, কাট, পেস্ট ও ডিলিট করা
Last updated
Last updated
ফাইলের নামের উপর মাউস রাইট ক্লিক
কপি (ক্লিক) (এতে ফাইলটি কপি হয়ে যাবে)
শর্টকাট কি: Ctrl+C (যে ফাইলটি কপি করা হবে তা মাউস ক্লিক (লেফট ক্লিক) করে সিলেক্ট করা অবস্থায় থাকতে হবে)
যে ফোল্ডারে/ডেস্কটপে ফাইলটি পেস্ট করতে চাই সেখানে খালি জায়গায় মাউস রাইট ক্লিক
পেস্ট (ক্লিক) (এতে ফাইলটি পেস্ট হয়ে যাবে)
শর্টকাট কি: Ctrl+V (যে ফোল্ডারে ফাইলটি পেস্ট করা হবে সেই ফোল্ডারের ভিতরে এসে শর্টকাট কি প্রেস করতে হবে)
ফাইলের নামের উপর মাউস রাইট ক্লিক
কাট (ক্লিক) (এতে ফাইলটি কাট হয়ে যাবে)
শর্টকাট কি: Ctrl+X (যে ফাইলটি কাট করা হবে তা মাউস ক্লিক (লেফট ক্লিক) করে সিলেক্ট করা অবস্থায় থাকতে হবে)
কপি পেস্ট করলে মূল ফাইলটি সোর্স ও ডেস্টিনেশন দুই ফোল্ডারেই থাকে
যেমন: পেন ড্রাইভে কপি করার ক্ষেত্রে
কাট পেস্ট করলে মূল ফাইলটি সোর্স ফোল্ডার থেকে রিমুভ হয়ে শুধুমাত্র ডেস্টিনেশন ফোল্ডারে চলে আসে
যেমন: কোন ফাইলের কাজ শেষ হয়ে গেলে তাকে ডেক্সটপ থেকে রিমুভ করে স্থায়ী ভাবে কোন একটি ড্রাইভে সংরক্ষণ করার ক্ষেত্রে
ফাইলের নামের উপর মাউস রাইট ক্লিক
ডিলিট (ক্লিক) (এতে ফাইলটি ডিলিট হয়ে যাবে)
শর্টকাট কি: Ctrl+D (যে ফাইলটি ডিলিট করা হবে তা মাউস ক্লিক (লেফট ক্লিক) করে সিলেক্ট করা অবস্থায় থাকতে হবে)