টাচ টাইপিং অনুশীলন
Last updated
Last updated
টাপ টাইপিং পদ্ধতিতে কিবোর্ড এর দিকে না দেখে মনিটর এর দিকে তাকিয়ে টাইপ করা হয়
টাপ টাইপিং করার জন্য কিবোর্ড এর বিভিন্ন কি গুলোকে নির্দিষ্ট আঙুলের সাহায্যে টাইপ করা হয়
এতো হাতের সবগুলো আঙুল ব্যবহার করে দ্রুত টাইপ করা যায়
মনিটরের দিকে তাকিয়ে টাইপ করা হয় বলে কোন টাইপিং মিসটেক হলে তা সাথে সাথে চেখে পড়ে
নিম্নোক্ত সেটিংস গুলো পরিবর্তন করুন
ভাষা: বাংলা
কিবোর্ড বিন্যাস: ইউনিবিজয় কিবোর্ড অথবা জাতীয় কিবোর্ড
প্রথমে typing.com ওয়েবসাইট থেকে ইংরেজি টাচ টাইপিং অনুশীলন করুন।
Typing Lessons অংশ থেকে Beginner লেভেলের ১৩ টি লেসন শেষ করুন।
প্রতিটি অক্ষর টাইপ করতে সাজেশন অনুযায়ী নিদিষ্ট আঙুল ব্যবহার করুন।
শুধু মাত্র কম্পিউটার মনিটরের দিকে তাকিয়ে টাইপ করার অনুশীলন করুন।
২-৩ ঘণ্টা অনুশীলন করলে আপনি টাচ টাইপিং (কিবোর্ড না দেখে টাইপ করার) দক্ষতা অর্জন করতে পারবেন।
প্রতিদিন ১০-১৫ মিনিট সময় নিয়ে ১ টি করে লেসন শেষ করুন।
২ সপ্তাহে Beginner লেভেল শেষ হবে।
নিজের টাইপিং স্পিড বাড়াতে Intermediate ও Advanced লেভেলের লেসন গুলো অনুশীলন করুন।
প্রতিটি লেভেল শেষ করতে ২-৩ ঘণ্টা সময় লাগবে।
এছাড়াও বেসিক কম্পিউটার দক্ষতা বাড়াতে Digital Literacy অংশে Tech Readiness ও Career Prep লেসন গুলো অনুশীলন করুন।
ইংরেজি টাচ টাইপিং অনুশীলন শেষ হলে typingstudy.com থেকে বাংলা টাচ টাইপিং অনুশীলন করুন।